ঘরে বসেই সিনেমা উৎসব: জয়া আহসানের তিনটি সিনেমা ওটিটিতে

এফএনএস বিনোদন | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম
ঘরে বসেই সিনেমা উৎসব: জয়া আহসানের তিনটি সিনেমা ওটিটিতে

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত নতুন সিনেমা ‘ফেরেশতে’ শুক্রবার মুক্তি পেয়েছে। দুর্গাপূজার আবহে দর্শকদের জন্য এটি বিশেষ উপহার হিসেবে এসেছে। জয়া আহসানের পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দেশের অন্যান্য নামকরা অভিনেতা।

এ মাসে আরও দুটি সিনেমা ঘরে বসেই দর্শক উপভোগ করতে পারবেন। ‘জয়া আর শারমিন’ সিনেমা পরিচালনা করেছেন পিপলু ও খান। গল্প দুই নারীর চারপাশে আবর্তিত—জয়া একজন অভিনেত্রী এবং শারমিন তার সহকারী। করোনা মহামারির সময় তাদের গৃহবন্দী জীবন এবং সামাজিক পার্থক্য সম্পর্ককে জটিল করে তোলে। জয়া আহসান বলেন, “এই সিনেমায় অভিনয় ঠিক অভিনয়ের মতো নয়। এটি দুজন নারীর অচেনা ভুবনের গল্প। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত এবং অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। আশা করি, দর্শকদের অনুভূতিকে নাড়া দেবে।” এই সিনেমাটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

আরেকটি সিনেমা ‘নকশীকাঁথার জমিন’, যা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সিনেমায় দুই বোন, রাহেলা ও সালেহার জীবন তুলে ধরা হয়েছে। জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি মূল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। আকরাম খান পরিচালিত এই সিনেমা চলতি মাসে আইস্ক্রিনে মুক্তি পাবে।

জয়া আহসানের এই তিনটি সিনেমা ঘরে বসে দর্শকদের কাছে ভিন্ন ভিন্ন অনুভূতি উপহার দেবে—ব্যক্তিগত সম্পর্কের সূক্ষ্ম আবেগ, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং আধ্যাত্মিক রহস্যের সংমিশ্রণ। দর্শকরা দুর্গাপূজার এই সময়ে ঘরে বসেই উপভোগ করতে পারছেন তার অভিনয় এবং গল্পের ভিন্ন মাত্রা।