নাসিরনগরে ব‍্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
নাসিরনগরে ব‍্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক চা ব‍্যবসায়ীকে কুপিয়ে হ‍ত‍্যা করেছে দুর্বৃত্তরা। নিহত  যুবকের নাম রহমান মিয়া (৩০)। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ রহমান মিয়া ওই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার  রাত সাড়ে  ১২ টার দিকে স্থানীয় আতুকুরা বাজার থেকে প্রতিদিনের ন‍্যায় চায়ের দোকান বন্ধ করে বাড়িতে এসে স্ত্রীকে রাতের খাবার দিতে বলে সে ঘরের বাহিরে টয়লেটে যায়। কিছুক্ষণ পরই তার স্ত্রীর চিৎকারে পরিবার ও পাশ্ববর্তী লোকজন ছুটে এসে বাড়ির পাশে ১৫-২০ হাত দূরে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন  উদ্ধার করে  চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে নাসিরনগর থানার পুলিশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভিকটিমের মৃতদেহের সুরাতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তানভীর আহমেদ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে