সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি এসএম জরুহুল হায়দার বাবুকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে যশোর কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই নিরস্ত্র) কাজী বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশ দল খুলনা সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় খুলনা পশ্চিম বানিয়াখামার এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে ডা. আব্দুল জলিলের পুত্র ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক আ’লীগের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের ছোট ভাই। যশোর কোতয়ালী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে হাসান মিয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।