লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধ নিহত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৩ পিএম
লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় মোল্লা বক্স নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া মোড়ে এদুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা বক্স (৫৫) ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,   শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মোল্লা বক্স মুদি দোকানের সামনে  দাঁড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় অটোচালক হান্টু মিয়ার ৩ বছর বয়সী ছেলে অটোর চাবি নিয়ে গাড়ির গিয়ার দিলে অটোবাইকটি হঠাৎ সামনের দিকে দ্রুত গতিতে  মোল্লা বক্সকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় ৩ বছরের ওই শিশু আহত হয়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে  চিকিৎসা দেয়া হয়। 

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে