ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ব্যস্ততম এলাকার জামতলা মোড়ের বহুতল মার্কেটের ৫ তলার একটি বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এসময় মার্কেটের দোকানপাট খোলা ছিল।
শুক্রবার দুপুর দেড় টার দিকে দিনে-দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও মিনিস্টার শো-রুমের মালিক মোঃ ইলিয়াসের বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ টাকা ও আনুমানিক ১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩৫ লাখ মালামাল নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া সহ পুলিশ কর্মকর্তারা।
ভুক্তভোগী মোঃ ইলিয়াসের ছোট ভাই মোতাহার হোসেন জানান, বুধবার দিন ইলিয়াস ভাইসহ তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী কিশোরগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে যায়। তখন ঘরে আর কেউ ছিলো না।
আমি জুম্মা নামাজ পড়তে মসজিদে ও পরিবারের অন্য সদস্যরা কাজে বাইরে থাকার সুযোগে চোর চক্রের সদস্যরা ওই ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্টীলের আলমারি, ওয়ার্ডড্রপের তালা ভাঙচুর করে চোরেরা বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সন্ধ্যার পর দরজার খোলা দেখে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরে ঢ়ুকে দেখে ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।