খুলনার ডুমুরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ আসাদুর রহমান বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন'র স্থলাভিষিক্ত হলেন।ইতিপূর্বে তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। মোঃ আসাদুর রহমান ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে এ উত্তীর্ণ হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন কে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বলেন, খুলনা বিভাগের অন্যতম বড় ও জনগুরুত্বপূর্ণ ডুমুরিয়া উপজেলায় সর্বোচ্চ রাজস্ব আদায়সহ জনগণের সেবা প্রদানে যে গুরু দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে অর্পণ করেছেন তা আমি সকলের সহযোগিতা নিয়ে পালন করতে চাই। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন নবাগত এসিল্যান্ড মোঃ আসাদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানন গো মোঃ জাকির হোসেন সিকদার,অফিস সহকারী কার্তিক চন্দ্র মন্ডল ও নাজির কাম ক্যাশিয়ার কিরণ বালা প্রমূখ।