চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী এক প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার কারণে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরও রয়েছে, যা ইউরোপের সবচেয়ে ব্যস্ততম।
শনিবার বার্তা সংস্থা রয়াটার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলিন্স অ্যারোস্পেস সরবরাহকৃত সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট ছাড়তে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি আরটিএক্স নিশ্চিত করেছে, তাদের সফটওয়্যারে সাইবার-সম্পর্কিত সমস্যার সৃষ্টি হয়েছে।
ব্রাসেলস বিমানবন্দর ও বার্লিন বিমানবন্দরও একই ধরনের সমস্যার শিকার হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, স্বয়ংক্রিয় চেক-ইন ও ব্যাগেজ ড্রপ কার্যত অচল হয়ে পড়েছে, ফলে কেবল ম্যানুয়াল প্রক্রিয়ায় যাত্রীসেবা দেওয়া হচ্ছে। এতে শনিবারের ফ্লাইট সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে।
বার্লিন বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “সিস্টেমজনিত ত্রুটির কারণে চেক-ইনে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”
তবে জার্মানির বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ সমস্যায় পড়েনি। পোল্যান্ডও জানিয়েছে, তাদের বিমানবন্দরে কোনো হুমকি নেই।
ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং দিনের বাকি সময়ে কোনো সমস্যা হবে বলে আশা করছে না। তবে রায়ানএয়ার ও ব্রিটিশ এয়ারওয়েজের মালিক আইএজি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।