চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক রতন আলীর সভাপতিত্বে এই কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীর রেজার সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক নেতা সজিব আলী, আলাল, মেহেদী হাসান, আরিফুল ইসলাম আরিফ, অখিলুল জামানসহ অনেকে।