বাংলাদেশ স্কাউট চাটমোহর উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটের ইউনিট সভাপতি ও ইউনিট লিডারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউট চাটমোহর উপজেলা শাখার কমিশনার কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন,পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,বাংলাদেশ স্কাউট পাবনা জেলা সম্পাদক মোঃ জাহিদ হাসান,রাজশাহী অঞ্চলের উপ-কমিমণার মোঃ সাইফুল ইসলাম,আঞ্চলিক উপ-কমিশনার মির্জা আলী নাসির,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,উপজেলা স্কাউট লিডার মোঃ নুরুজ্জামান আলো প্রমুখ। ওরিয়েন্টেশনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট সভাপতি ও স্কাউট লিডার অংশগ্রহণ করেন।