ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা ২৩নং ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরহাট বাজারের প্রাণকেন্দ্রে এই বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়টির চারপাশে বাজারের দোকান হওয়ায় দুর্বৃত্তরা সীমানা প্রাচীর ভেঙ্গে আসা যাওয়ার ব্যবস্থা করে। এবিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দুরকানি থানায় শনিবার একটি অভিযোগ দাখিল করেন । প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন কাজি জানান, রাতের আধারে এক দল দুস্কৃতকারিরা বিদ্যালয়ের উত্তর পূর্ব পাশ থেকে সীমানা প্রাচীর একাংশ ভেঙ্গে ফেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি । ঘোষেরহাট বাজার ব্যবসায়ী মিজানুর রহমান জানান, কে বা কাহারা স্কুলের সীমানা প্রাচীর টি ভেঙ্গে পথ তৈরি করেছে সেটা আমরা জানি না । তবে এদের বিচার হওয়া উচিত।

স্কুল ম্যানেজিং কমিটি দাতা সদস্য মোঃ রুহুল আমিন সিকদার জানান, স্কুলের সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমরা তদন্ত করতেছি যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, বিষয়টি প্রধান শিক্ষক লিখিত ভাবে জানিয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে । থানা কর্তৃপরা তদন্ত করতেছে ।

আপনার জেলার সংবাদ পড়তে