জহির উদ্দিন স্বপন

রাষ্ট্রের মালিক জনগণ, আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ পিএম
রাষ্ট্রের মালিক জনগণ, আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই

বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে তিলেতিলে হত্যা করতে চেয়েছিলো। সেই শেখ হাসিনা দেশ ছেড়ে পােিলিয়গেছে তা অসুস্থ্য অবস্থায় টিভিতে দেখেছেন বেগম খালেদা জিয়া। রাখে আল্লাহ মারে কে। ২১ শে আগষ্ট গ্রেনেড মামলায় জোর করে তারেক রহমানকে আসামী করা হয়েছে। নয়াদিল্লিতে বসে শেখ হাসিনা দেখবেন তারেক রহমান বীরের বেসে বাংলাদেশে আসবেন। রাস্ট্রের মালিক জনগণ। যে ভোটাধিকার শেখ হাসিনা কেরে নিয়ে ছিলেন শেই ভোটের অধিকার পেতে যাচ্ছেন ফেব্রুয়ারিতে। আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই।  বিষেশ একটি দল নির্বাচন নিয়ে তালবাহানা করতে চায়। ব্যলটপেপার দিতে বাধাঁ দেওয়া হলে আমরা প্রতিহত করব। নির্বচনে বাধাঁগ্রহস্থ করার জন্য যারা বাধাঁ দিতে চান, আমরা কোন বাধাঁই মানবো না। দেখা হবে নির্বাচনের যুদ্ধের ময়দানে। 

শনিবার  সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে দলীয় কর্মসুচি পলনকালে মৃত্যুবরণকারী বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের স্মরন সভায় অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করে বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন।

এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। 

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগ দুশাসনের আমলে আগৈলঝাড়ায় বিএনপির নেতা-কর্মী হামলাও মামলার স্বীকার হয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করেন মোল্লা বশির আহম্মেদ পান্না।

আপনার জেলার সংবাদ পড়তে