আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ পিএম
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রোববার বেলা ১১ টায় নব্বইরশী বাসষ্ট্রান্ডে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে, সংঘাত নয়- শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি, এ শ্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)র সদস্যদের সমন্বয়ে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“এখনই পদক্ষেপ গ্রহন করি, শান্তিময় বিশ্ব গড়ি”এ প্রতিপাদ্যের ওপর মানববন্ধনে বক্তৃতা করেন হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারি ফারুক হোসেন সামাদ, প্যান সদস্য এমকে আজিজ, গিয়াস উদ্দিন তালুকদার, মাসুদ রেজা, আব্দুল লতিফ খান, অধ্যাপক জাকির হোসেন মনির, ইয়ুথ অ্যাম্বাসিডর সমন্বয়কারি আব্দুল্লাহ নূর, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা, শ্রমীকদল নেতা মো.হারুণ অর রশীদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে বক্তারা বলেন, বর্তমান গ্লোবাল বিশ্বে সাম্প্রদায়িত সম্প্রতি দন্দ, দেশে দেশে যুদ্ধ, ফিলিস্তানিদের ওপর ইজরাইলের আগ্রাসন বন্ধ করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে