চাটমোহরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
চাটমোহরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ৪ জন আহত হয়েছেন।  ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে। এ ঘটনায় গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এরা হলেন খৈরাশ গ্রামের আবুল শেখ (৮৫),আবুল শেখের তিন ছেলে শফিকুল ইসলাম (৫৫),ইসরাইল হোসেন (৪৫) ও সৈয়দ আলি  (৫০)। গুরুতর আহত বৃদ্ধ আবুল শেখকে রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে রোববার সকালে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে।  

অভিযোগে জানা গেছে খৈরাশ গ্রামের বাজু ও মোনা গং এর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল শেখের।  ঘটনার দিন বিকেলে আবুল শেখের ছেলে শফিকুল ইসলাম তার নিজস্ব জমিতে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় বাজু-মোনা গং লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে।  তাদের মারপিটে আবুল শেখ ও তার ছেলেরা আহত হন।  এলাকার লোকজন এসে তাদের নিবৃত করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে