রাজশাহীর বাঘায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা ও বাঘা এবং আড়ানী পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন।
প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ কমিটির যুগ্ম সম্পাদক ও বিভাগীয় কমিটির সদস্য জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ কমিটির সহপ্রচার সম্পাদক আকরুজ্জামান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টুটুল, বাগমারা উপজেলা স্বেচ্ছছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, চারঘাট উপজেলা সদস্য সচিব বুলবুল আহম্মেদ, পবা উপজেলা সদস্য সচিব মোক্তাক আহম্মেদ, বাঘা উপজেলা সাবেক সভাপতি আসলাম মালিথা, শহিদুল ইসলাম, বাঘা পৌর শাখার সাবেক সভাপতি তোহিদুল ইসলাম পলান, সাধারণ সম্পাদক শিমুল হোসেন প্রমুখ।