কাউখালীর শিশুদের জন্য বিদ্যালয়ের উদ্বোধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৫ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাউখালীর শিশুদের জন্য বিদ্যালয়ের উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে আবাসন আশ্রায়ন এলাকায় প্রস্তাবিত চরবাশুরী প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা সদর ইউনিয়নের চরবাসুরী আবাসন আশ্রয়ন এলাকায় (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে প্রস্তাবিত উক্ত বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ১৪৪ টি আশ্রয়ন প্রকল্পের এবং আশেপাশের ২৫০ টি পরিবার রয়েছে অত্র এলাকায়। ফলে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আর ঝরে পড়বে না। আশা করি অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সুযোগ পেল।  অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান বলেন, আশা করি অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ পেল। সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW