বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৩ পিএম
বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের মির্জাপুর গ্রামে আজ রবিবার সকাল ৮টার দিকে সজিব মিয়ার নির্দেশে মালেক মিয়া, দিলীপ মিয়া, আঙ্গুর মিয়া, রুহা মিয়াসহ ৭/৮জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃ বাচ্চু মিয়ার বাড়ির সীমানায় পানি যাওয়ায় (তারা) অতর্কিত ভাবে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করেছে। এ সময় মহিলাসহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, বাচ্চু মিয়া (৫৫), খায়রুন্নেছা (৪৫), ফারুক মিয়া (৩৫), সাবিনা (২৫), তামান্না (১৮) ও মাজেদা খাতুন (২০) কে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সজিব মিয়ার লোকজন বাচ্চু মিয়ার পরিবারকে বিভিন্ন ভাবে হেনস্তা করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। এ সময় তাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালালে ঘরের সোকেজ ভেঙে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বাচ্চু মিয়ার ছেলে ফারুক মিয়া বাদী হয়ে সজিব মিয়াকে প্রধান আসামী করে মালেক মিয়া, দিলীপ মিয়া, আঙ্গুর মিয়া, রুহা মিয়াসহ কয়েকজনের নামে আজ রবিবার দুপুরে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে