ভাঙন ঠেকাতে নাগেশ্বরীতে মানববন্ধন

তীব্র ভাঙনে দিশাহারা দুধকুমার নদী তীরবর্তী মানুষ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৭ পিএম
তীব্র ভাঙনে দিশাহারা দুধকুমার নদী তীরবর্তী মানুষ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদ-নদীগুলোতে কমতে শুরু করেছে পানি। পানি কমার সাথে সাথে উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনের ফলে দিশেহারা হয়ে পড়েছে নাদী পাড়ের মানুষ। উপজেলার কেদার ইউনিয়নের চর টেপারকুটি মন্ডলপাড়া এলাকায় দুধকুমার নদের প্রবল ভাঙনে নিঃস্ব হচ্ছে শতশত পরিবার। ভাঙনের মুখে রয়েছে বসতভিটা, ফসলি জমি, বাগান, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজারসহ নানা স্থাপনা। তাই দুধকুমারের নদের বাম তীরে এসব ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে রোববার বিকালে মানববন্ধন করেছেন এলাকবাসাী। মানববন্ধনে বক্তারা জানান নদী ভাঙনের তীব্রতায় অনেকে রোপন করা কাচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। স্থানীয় সোলেমন মন্ডল জানান ভাঙনের কবলে পড়ে তিনি এর আগে কয়েকার বাড়ি সরিয়ে নিয়েছেন। প্রায় ১০ বিঘা জমি তার নদী তীরে রয়েছে। সেগুলো ভাঙনের মুখে রয়েছে। ইউসুফ আলী জানান এখানকার প্রত্যেক বাড়ি একাধিকবার বাড়ি সরিয়ে নিয়েছেন। আবারও বাড়ীর আঙিনায় নদী এসে দিশাহারা তিনি। মিজানুর রহমান জানান তার বাবার প্রায় ৫০ বিঘা জমি ছিলো। এর মধ্যে ৪০ বিঘার অধিক জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এখন বাকিটুকুও বিলিনের পথে। তাই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের। তাই অবিলম্বে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

আপনার জেলার সংবাদ পড়তে