দৌলতপুরে কৃষকদের সড়ক অবরোধ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৭ পিএম
দৌলতপুরে কৃষকদের সড়ক অবরোধ

কুষ্টিয়ার দৌলতপুরে উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। বৃহস্পতিবার সকালে উপজেলার খলিশাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে পেঁয়াজের ন্যায্য মূল্য দাবিতে পেঁয়াজ চাষিরা সড়কে পেঁয়াজ ছিটিয়ে সড়ক অবরোধ করে ও বিক্ষোভ প্রদর্শন করে সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়  সরেজমিনে জানা গেছে, খেত থেকে পেঁয়াজ তোলার শুরুতেই দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। দাম বৃদ্ধির দাবিতে তারা অবরোধ করে সড়কে পেঁয়াজ ছিটিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা জানান , বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজের চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাবার  তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। যার ফলে কৃষকরা  লোকসানের মুখে পড়ে। তাই দাম বাড়ানোর দাবিতে কৃষকদের এই অবস্থান কর্মসূচি। কৃষকরা আরো বলেন  পেঁয়াজের যা বাজার দর এতে কৃষকদের খরচ তো দূরের কথা বীজের দামি উঠবে না। এ বিষয়ে খবর পেয়ে দৌলতপুর থানার নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হুদা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে