সরকারি কলেজে আসন বৃদ্ধি, প্রতিবাদে বেসরকারিদের মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম
সরকারি কলেজে আসন বৃদ্ধি, প্রতিবাদে বেসরকারিদের মানববন্ধন

বরিশালের মুলাদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার ৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারী মুলাদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন। এসব কলেজে একাদশ শ্রেণিতে ৭০ শতাংশ আসন খালি থাকার পরেও বরিশাল শিক্ষাবোর্ড উপজেলার একমাত্র সরকারি কলেজে আসন বৃ্দ্িধ করায় এ মানববন্ধন করে প্রতিবাদ  জানান বলে দাবি করেন তারা। মানববন্ধনে বক্তারা মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কলেজে আসন বৃদ্ধির আবেদন করার অভিযোগও করেন।

এসময় উপস্থিত ছিলেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী, হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের অধ্যক্ষ আসম শাহাদাৎ হোসেন, আরিফ মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির হোসেন, পূর্ব হোসনাবাদ কলেজের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম, চরপদ্মা আফছারিয়া স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মো. ফজলে রাব্বী খানসহ ৭টি কলেজের শিক্ষক-কর্মচারীরা। 

মানববন্ধনে মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম বলেন, তার কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ১৫০ ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০টি আসন রয়েছে। এবছর ওই কলেজে মানবিক শাখায় ৩২জন এবং ব্যবসায় শিক্ষা ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাকী আসন খালি রয়েছে। এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হয়নি। আন্তঃশিক্ষাবোর্ড চতুর্থ পর্যায়ে ভর্তির সময়সূচি প্রকাশ করার আগে মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষাবোর্ডে মিথ্যা তথ্য দিয়ে মানবিক শাখায় ৫০টি আসন বৃদ্ধি করেছেন। এর ফলে অন্যান্য কলেজ শিক্ষার্থী পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান বলেন, এবছর মুলাদী উপজেলায় এসএসসি পাসের হার কম ছিলো। তাই উপজেলার কোনো কলেজের একাদশ শ্রেনির আসন বৃদ্ধি না করতে বরিশাল  শিক্ষাবোর্ডে স্মারকলিপি দেওয়া হয়েছিলো। শিক্ষাবোর্ড নিয়ম ভেঙে অনৈতিক ভাবে একটি কলেজে আসন বৃদ্ধি করেছে। অবিলম্বে আসন বৃদ্ধির আদেশ প্রত্যাহার করে অন্য কলেজে শিক্ষার্থী ভর্তির সুযোগ দিতে হবে। 

এব্যাপারে মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, রাজনৈতিক নেতা ও অভিভাবকদের চাপের মুখে কলেজে আসন বৃদ্ধির আবেদন করা হয়েছিলো। শিক্ষাবোর্ড মানবিক শাখায় ৫০টি আসন বৃদ্ধি করেছে। সেখানে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই। 

আপনার জেলার সংবাদ পড়তে