সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে পুরোহিতের বিরুদ্ধে মামলা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৪ পিএম
সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে পুরোহিতের বিরুদ্ধে মামলা

সিলেটের বিয়ানীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে নবদ্বীপ বৈদ্য নামের এক পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের পিতা ১৯ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিয়ানীবাজার থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা (নং-০৯/১৯-০৯-২০২৫) রুজু করে। ভিকটিমের জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ী বাজারে অবস্থিত নবদ্বীপ বৈদ্যের “বাবু টেইলার্স”নামের দোকানে। বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, “ধর্ষণের অভিযোগে কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে