জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫

কিশোরগঞ্জের সাথে ম্যাচ জয় ও ড্রতে পরবর্তী রাউন্ডে চাঁদপুর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৬ পিএম
কিশোরগঞ্জের সাথে ম্যাচ জয় ও ড্রতে পরবর্তী রাউন্ডে চাঁদপুর

তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর অ্যাওয়ে ম্যাচে কিশোরগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারানোর পর হোম ম্যাচে রোববার ড্র করার পর ৪ পয়েন্ট পেয়ে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে  চাঁদপুর জেলা ফুটবল দল।

 ২১ সেপ্টেম্বর রোববার  বেলা তিনটায় জেলা প্রশাসন, চাঁদপুর এর আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফিরতি ম্যাচে চাঁদপুর ও কিশোরগঞ্জ কোন দলেই গোল পাইনি। ফলে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। এ ম্যাচে সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্যা ম্যাচ) নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের ডিফেন্ডার কাভানি।

খেলা শুরুর প্রাক্কালে দু'দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড.মো. শাহজাহান মিয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হান্নান রনিসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। বৃষ্টি ভেজা মাঠে দুই দল সমান ভাবে লড়াই করে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি। এই জয়ের ফলে চাঁদপুর জেলা ফুটবল দল জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব ৩২ জেলা দলের পরবর্তী প্রতিযোগিতায় খেলবে। বিপুল সংখ্যক দর্শক বৃষ্টি উপেক্ষা করে  চাঁদপুর বনাম কিশোরগঞ্জ জেলার ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন।  

আপনার জেলার সংবাদ পড়তে