কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদর বাজারের দ্বীপ টেলিকম নামের একটি দোকান থেকে দিনে-দুপুরে তালা কেটে ১২ লাখ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৬) ডিসেম্বর সকাল ৯টার দিকে পৌর বাজারের সালাউদ্দিন সুপার মার্কেটে এ চুরির ঘটনাটি ঘটে। এসময় চোরচক্র দ্বীপ টেলিকম নামের ওই মোবাইলের দোকানের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকানের মালিক মো. ফারুক মিয়া। দোকানের মালিক ফারুক মিয়া জানান, সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা কাটা। পরে দোকানের ভেতর গিয়ে দেখেন, রিয়েলমি, অপপো, ভিভো ও ওয়ান প্লাস ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল নেই। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।