কিশোরগঞ্জের প্রথম সংবাদপত্র দৈনিক আজকের দেশ ৩০বছর পুর্বে ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর পত্রিকাটি যাত্রা শুরু করে আজ ৩০ তম বর্ষে পদার্পণ করছে। প্রথম প্রকাশের দিন থেকেই পত্রিকাটি তার আদর্শে অটুট থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে টানা প্রকাশনায় আজ অবধি প্রকাশিত হয়ে আসছে। কিশোরগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক আজকের দেশ-এর নিয়মিত প্রকাশনায় স্বগর্বে ঋজু। ২১ সেপ্টেম্বর ২০২৪ দৈনিক আজকের দেশ ৩১ তম বর্ষে পা রাখছে। পত্রিকা প্রকাশ ও হাতি পোষা যেন সমর্থক হয়ে গেছে। বাঘের পিঠে আরোহন করা যত সহজ নামা তত সহজ নয়। মালিক সম্পাদক কাজী শাহীন খান ভাবলেন, কিন্তু তার রাশিতে তো মচকে যাওয়ার কোন রেকর্ড নেই, প্রয়োজনে ভেঙ্গে যাওয়ার দৃপ্ত শপথ নিলেন। এগিয়ে আসলেন পাঠক, লেখক সহযোগিতার হাত অকাতরে বাড়িয়ে দিলেন, নিজস্ব প্রেমে অর বসানোর কারিগর দিবারাত নিরবচ্ছিন্ন সাগর তৈরি করে থাকে। কিশোরগঞ্জের মতো মফস্বলীয় জেলা থেকে একটি দৈনিক সংবাদপত্রের নিয়মিত প্রকাশনায় জেলাবাসী গর্বিত। কিশোরগঞ্জের সংবাদপত্র জগতের স্বপ্ননিনাদে দৈনিক আজকের দেশ নিয়ে কিশোরগঞ্জ জেলাবাসী গর্ববোধ করতে পারে। প্রথম দিকে যারা জড়িত ছিলো তাদের মধ্যে আহমেদ উল্লাহ, সাইফ উদ্দিন আহমেদ লেলিন, মোস্তাফা কামাল, গিয়াস উদ্দিন সবুজ, মতিউর রহমান, নজরুল ইসলাম নুরু, প্রয়াত আ.ন.ম ফরিদ ভাই, প্রয়াত মুসলেহ উদ্দিন বাবুলের নাম উল্খে করার মতো। লেখক হিসেবে এসেছে প্রয়াত মোশাররফ হোসেন শাহজাহানের (সাহিত্য পাতার সমন্বয়ক) প্রিন্স রফিক খান, অধ্যপক রফিকুল ইসলাম খান, মু.আ. লতিফ, প্রয়াত আবুবক্কর সিদ্দিক হিরু ভাই, সুবীর বসাক, শফিকুল ইসলাম দুলাল, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম জাহান, প্রয়াত ডা: আ: বারি মাষ্টার, সামিউল হক মোলা, প্রয়াত আ: ছাত্তার ভূঞা, অধ্যাপক শরীফ সাদী, মাও. মুহাম্মদ তৈয়ব, মো: আশরাফ আলী (সাহিত্য বিভাগের ভারপ্রাপ্ত) প্রয়াত ফজলুল হক কাঞ্চন, অধ্যক্ষ গোলশান আরা বেগম, আ: রশিদ ভূঞা, প্রদীপ কুমার সরকার, প্রয়াত অধ্যাপক মীর রেজাউল করিম, প্রয়াত হাসনা আরা হাই, হাসিম উদ্দিন খান কাজল, মরহুম কবি শাহাবুদ্দিন আহমেদসহ আরও অনেকে।
জেলার বিভিন্ন স্থান থেকে বন্ধুর মতো যারা একীভূত হয়ে স্টাফ হিসেবে নিয়মিত সংবাদ পরিবেশন করছে তাদের মধ্যে অ্যড. রুহুল কদ্দুছ সেলিম, এটিএম নিজাম, নূর মোহাম্মদ, মাজহার মান্না, আ.ন.ম ফরিদ, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর ভুইয়া,কামাল হোসেন সিদ্দিকী, আবুল কালাম ভুইয়া, বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিক হোসাইন, শফিকুল ইসলাম উচ্ছাস, কাউসার টিটু, নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম নাঈম, একেএম ইউনুছ রুমান,পাকুন্দিয়ার আ: রশিদ ভূইঁয়া, এম এ হান্নান, হোসেনপুরের প্রদীপকুমার সরকার, বাহার উদ্দিন সরকার, উজ্জল সরকার, নজরুল ইসলাম খায়রুল, এম এ মতিন মাস্টার, প্রয়াত এম এ বারী মাস্টার, হাদিউল ইসলাম লিটন, সদরের মো: নাজিম উদ্দিন, ইটনায় প্রয়াত ইয়াকুব খান মিলকী, খলিলুর রহমান, আসলাম ইকবাল তুহিন, সারোয়ার আলম লতিফ, ভৈরবের প্রয়াত শাহজাহান ভৈরবী, আ.লতিফ, তাড়াইলের দেওযান ফারুক দাদ খান, অধ্যাপক রফিকুল ইসলাম, কটিয়াদীর বেনী মাধব ঘোষ, ফজলুল হক জোয়ারদার,নজরুল ইসলাম,অষ্টগ্রামের মো: রফিকুল ইসলাম ও মন্তেুাষ চক্রবর্তী, পাকুন্দিয়ার কাজী এনামুল হক, খন্দকার ইকবাল হোসেন, করিমগঞ্জের রেজাউল হাবীব রেজা, শফিক আদনান,সাদেক আহমেদ স্বপন, শেখ আবুল মনসুর লনু, এমএ আউয়াল মুন্না, কামরুল আহসান হুমায়ুন, মাসুদ আলম, আ.কাদির হিরু, কুলিয়ারচরের প্রয়াত এস এম সাদেক, হারুন চৌধুরী, মো: রুবেল ভূইয়া, বাজিতপুরের হোসেন মাহবুব কামাল, এস.এম. মর্তুজা খান, আহসান রহিম, নিকলীর দিলীপ কুমার সাহা, এইচ এম ইকবাল, গাজীপুরের এমএ সামাদ, ময়মনসিংহের জিএম সোলায়মান চৌধুরী, ফটো সাংবাদিক হিসেবে প্রয়াত তপন বসাক, খায়রুল বাসার ভূইয়া মহসীন, বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছে মতিউর রহমান, আমিনুল হক সাদী বর্তমানে চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি, নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছে নজরুল ইসলাম নুরু, ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সাইফুল মালেক চৌধুরী, কম্পিউটার অপারেটর হিসেবে ছিলেন হাসান ভাই, তুষার, সোহেল, মনির হোসেন, রাসেল, সিমী আপা, মবিনসহ আরও অনেকে।
শহর সংবাদদাতা হিসেবে ছিলেন প্রয়াত সুমন আহমেদ রঞ্জন, আমিনুল ইসলাম বকুল, মো: ফরিদ মিয়া, কৃষি সাংবাদিক সৈয়দ নুরুল আউয়াল তারামিয়া। এ শহরে অত্যন্ত পরিশ্রম করে যে ছেলে বাসায় বাসায় পত্রিকা পৌছিয়ে দেয় তার নাম আনোয়ার,আ: ছাত্তার ও নাঈম। তাছাড়া অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পত্রিকার সাথে জড়িত থেকে নিত্যদিনের পথ সুগম করে পত্রিকাকে পাঠকের সাথে জড়িত থেকে পাঠকের হাতে পৌছিয়ে দেয়ার গুরুদায়িত্ব পালন করছে। দীর্ঘ ৩০ বৎসর সংবাদপত্র প্রকাশনার প্রতিকুলতা কাটিয়ে নিয়মিত প্রকাশনার সম্মানিত পাঠকদের কাছে দৈনিক আজকের দেশ হয়ে উঠেছে প্রিয় সংবাদপত্র। এর প্রকাশনার সাথে জড়িতদের অকান্ত, নিষ্ঠা ও সত্যবাদিতায় দৈনিক আজকের দেশ-এর প্রতিটি সমৃদ্ধশালী প্রকাশনায় দ্বিদগ্ধ পাঠককুল মুগ্ধ। লেটার কম্পোজ থেকে শুরু হাটি হাটি পা-পা করে এসেছে কম্পিউটারইষ্ট অফসেট মুদ্রণের প্রকাশনার ৩১তম বর্ষে। ১৯৯৪ এর ২১ সেপ্টেম্বর এই শুভ দৈনিক আজকের দেশ জেলা শহরের আখড়া বাজার থেকে প্রকাশ হয়েছিল। সে থেকে আর পিছনের দিকে ফিরে থাকায়নি। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৈনিক আজকের দেশ-এর অগ্রণী ভূমিকা নি:সন্দেহে দাবিদার। প্রকাশনাকে সহজ, সাবলীন ও নির্বিঘ্ন করতে সম্মানিত বিজ্ঞাপনদাতা, পাঠককুল, শুভাকাংখীদের সাহায্য- সহযোগিতায় দৈনিক আজকের দেশ পরিবার থেকে ৩১তম শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাচ্ছি শ্রদ্ধা ও শুভেচ্ছা। কিশোরগঞ্জ জেলার প্রথম এই দৈনিক পত্রিকাটিকে আরও সমৃদ্ধশালী করতে জেলাবাসীসহ সংশিষ্ট সকলের সহযোগিতা একান্তুভাবে কাম্য। আরও অনেকেই এ পত্রিকাটির সাথে জড়িত ছিলেন। তাদের নাম স্মরণ করতে পারিনি। আরও কেউ বাদ পড়লে বলবেন পরবর্তীতে সংশোধন করে যেমন দেখেছি আজকের দেশকে শিরোনামে একটি বই লিখে ফেলবো। তাই যারা আজকের দেশের সাথে ছিলেন তথ্য দিয়ে সহযোগিতা কামনা করবেন।