সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টে দর্শকের ভীড়

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ এএম
storage/2024/december/27/news/301676e5fe203f95.jpg

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে, বিজয়ের মাসে রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ও প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  হয়েছে। উপজেলার মালখানগর ষোলআনি মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও বাড়ৈ পাড়া যুব কল্যাণ সংসদের সভাপতি  মো. জামান। উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ন মহাসচিব মো. সারোয়ার হোসেন সানি।  টুর্নামেন্ট কমিটির  আহবায়ক মো. হুজাইফার পরিচালনায়,  কাজী নাজমুল ইসলাম রুপম ও শান্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের  ইসলামিক অনুষ্ঠানের আলোচক মুফতি মাওলানা লোকমান হোসেন সাইফি, মাওলানা আব্দুল আউয়াল জিহাদি, সমাজ সেবক মো. জামাল উদ্দিন তালুকদার, হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, ক্রীড়ানুরাগি শামিম হক, মালখানগর চৌরাস্তা বণিক সমিতির সভাপতি  আলী হোসেন, সাধারণ সম্পাদক  রতন শেখ, আব্দুল লতিফ, আবু তালেব, আল আমিন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে