পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠিত

পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। নতুন এ কমিটির আহবায়ক হলেন জেলার নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব হলেন পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মোঃ সাইদুল ইসলাম কিসমত। এ কমিটির যুগ্ম আহবায়ক জেলা মহিলা দলের সাবেক সভাপতি এলিজা জামান এবং ১ নম্বর সদস্য করা হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে। নব গঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব জানিয়েছেন কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ৪ সদস্যের এর এ কমিটি গঠিত হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

প্রসঙ্গত গত ৩ সেপটেম্বর পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে ব্যালট ছিনতাইয়ের ঘটনাসহ হাতাহাতি ও ব্যাপক হট্টোগোল হলে পর ওই নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়। ওই ঘটনার খবর ছবিসহ আমারদেশ পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে পরের দিনকেন্দ্র থেকে জেলা আহবায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে