পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। নতুন এ কমিটির আহবায়ক হলেন জেলার নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব হলেন পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মোঃ সাইদুল ইসলাম কিসমত। এ কমিটির যুগ্ম আহবায়ক জেলা মহিলা দলের সাবেক সভাপতি এলিজা জামান এবং ১ নম্বর সদস্য করা হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে। নব গঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব জানিয়েছেন কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ৪ সদস্যের এর এ কমিটি গঠিত হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
প্রসঙ্গত গত ৩ সেপটেম্বর পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে ব্যালট ছিনতাইয়ের ঘটনাসহ হাতাহাতি ও ব্যাপক হট্টোগোল হলে পর ওই নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়। ওই ঘটনার খবর ছবিসহ আমারদেশ পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে পরের দিনকেন্দ্র থেকে জেলা আহবায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।