গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ পিএম
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

 মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়েলিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম জিয়াউল হক (২৬)। সে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীর কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, জিয়াউল হকের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হলেও বেশ কয়েক বছর আগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর জন্য নতুন রাস্তা এলাকায় তিনি একটি ওয়ার্কশপ খোলেন। রোববার ( ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ছয়টার দিকে দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.কামরুর নাহার বলেন, ' সন্ধ্যা সাতটার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল'।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে'।

আপনার জেলার সংবাদ পড়তে