গোয়ালন্দে

জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের গোয়ালন্দ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

এফএনএস (আক্তারুজ্জামান মৃধা; গোয়ালন্দ, রাজবাড়ি) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৫ পিএম
জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের গোয়ালন্দ শাখার  দ্বি-বার্ষিক সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. নাসির উদ্দীন মন্ডলকে সভাপতি ও মো. পলাশ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ডা. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রব হিটু, জেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি গোলাম নছর আলী, সাধারণ সম্পাদক লিটোন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস,  পৌর বিএনপির সহ সভাপতি ইন্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমূখ।

সম্মেলনে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই হলো সময়ের দাবি। তারা আরও বলেন, বিগত সরকারের গুম-খুন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষ আজ নানাভাবে ভোগান্তিতে রয়েছে। এ অবস্থায় দলীয় মনোনয়ন পেলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার  মো. নাসির উদ্দীন মন্ডলকে সভাপতি এবং মো. পলাশ মোল্লাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

এ-সময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, গোয়ালন্দ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও জোরদার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে