নির্বিঘ্নে উৎসব করবেন আমরা নিরাপত্তা দিবো : আবদুস সোবহান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
নির্বিঘ্নে উৎসব করবেন আমরা নিরাপত্তা দিবো : আবদুস সোবহান

আপনারা নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজার সকল উৎসব পালন করবেন। বিএনপির নেতাকর্মীরা আপনাদের সবধরনের নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নেতাকর্মীদের ওপর এমনই কঠোর নির্দেশনা রয়েছে।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

রবিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী বন্দরের ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন-তারেক রহমান বলেছেন- এদেশে কোন ধর্মের লোকজনের মধ্যে কোনধরনের ভেদাভেদ থাকবেনা। আমরা সবাই একসাথে মিলেমিশে এদেশে বসবাস করবো। 

তিনি আরো বলেছেন-অতীতে আপনাদের পাশে আমি যেমন ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকবো।

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-তারেক রহমানের নির্দেশে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার শেষপর্যন্ত আমি নিজে আপনাদের সাথে অবস্থান করে সনাতন ধর্মাবোলম্বীদের নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকবো। 

সমাজের কতিপয় দুষ্কৃতকারীরা যেন অপকর্ম করে বিএনপির ওপর দায়ভার চাঁপাতে না পারে সে ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার জন্য তিনি (সোবহান) সকলের প্রতি আহবান করেছেন।

গৌরনদী বন্দর দুর্গা মন্দির কমিটির সভাপতি বঙ্কিম চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-কল্যান ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা রবি শংকর রায়,  সজল ঘোষ, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার।

আপনার জেলার সংবাদ পড়তে