ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ এএম
ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না।

নেতানিয়াহু বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের প্রতি আমার বার্তা স্পষ্ট—আপনারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন। জর্ডান নদীর পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র কখনও গঠিত হবে না।” তিনি দাবি করেন, বহু চাপের পরও এতদিন তিনি ‘একটি সন্ত্রাসী রাষ্ট্র’ প্রতিষ্ঠা ঠেকিয়ে রেখেছেন এবং তার নেতৃত্বেই পশ্চিম তীরে ইহুদি বসতি দ্বিগুণ হয়েছে। ভবিষ্যতেও এ সম্প্রসারণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইসরায়েলের দুই কট্টরপন্থি মন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এ ঘটনায় আরও এগিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহু সরকারকেই এ পরিস্থিতির জন্য দায়ী করে বলেন, “যে সরকার আমাদের ইতিহাসে ভয়াবহ নিরাপত্তা বিপর্যয় ডেকে এনেছিল, তারাই এখন আমাদের ওপর সবচেয়ে মারাত্মক কূটনৈতিক সংকট চাপিয়ে দিয়েছে।” ইসরায়েলের আরেক নেতা ইয়ার গোলানও একই সুরে সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের নিরাপত্তার জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।

এদিকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর নেতারা এ পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

ইসরায়েলের প্রতিক্রিয়া সত্ত্বেও আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জোরদার হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।