কাহারোলে শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভীড়

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২১ এএম
কাহারোলে শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভীড়

শীত পড়তে শুরু করায় কাহারোল উপজেলায় গত তিন চার দিন ধরে গরম কাপড়েরর দোকান গুলিতে লোক সমাগম বেড়েছে। এসব দোকানে বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে লোকজনের ভীড় লক্ষ্য করা গেছে।  তবে শীতের তীব্রতা বেশী মাত্রায় না পড়ায় এখনো জমে উঠেনি বেচাকেনা। তবে অল্প অনেক দিনের মধ্যে বেচেকেনা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা অনেক আগে ভাগে গরম কাপড় মজুদ করেছে। আবহাওয়া পরিবর্তনের ফলে শীত কিছুটা দেরিতে পড়ায় বেছাকেনায় ধীরগতি। এসব দোকানে অল্গ আয়ের মানুষ ও উচ্চবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের দেখা গেছে। শীত বস্ত্রের দাম গত বছরের মতই। লেপ-তোষকের দোকান গুলোতেও ব্যস্ততা বেড়েছে। শীতে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র শীতার্ত মানুষ শীত বস্ত্রের জন্য তাকিয়ে আছে সরকার তথা বিত্তবানদের দিকে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ গুলোতে দেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণের জন্য এবং বিতরণ করা হয়েছে। উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে। তিনি বিত্তবানদের শীত বস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহবান জানান।          

আপনার জেলার সংবাদ পড়তে