খুলনা জেলার দিঘলিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে টান টান উত্তেজনা চলছে। সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে জন্ম দিয়েছে নানা উদ্বেগ আর উৎকন্ঠা।
প্রশাসনের ফৌজদারী কার্যবিধি জারি করা টানা ৫ ঘন্টার ১৪৪ ধারা শেষে দিঘলিয়া উপজেলায় বিএনপির রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত অবগত হয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশী বিএনপির দু'নেতার সমর্থকদের মধ্যে ক্রমাগত বিভেদ তৈরি হচ্ছে। যেকোন মুহূর্তে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের রূপ নিতে পারে।
জানা গেছে, গণ-অভ্যুত্থানের পরে দিঘলিয়া উপজেলায় বিএনপির ভেতরে ভেতরে অভ্যন্তরীন কোন্দল প্রকাশ্যে চলে আসে। গত শুক্রবার প্রকাশ্যে অভ্যন্তরীন বিভেদের অভিষেক ঘটে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে। এঘটনা ঢাকা থেকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ অবধি পৌঁছেছে বলে দলীয় একটি সূত্র থেকে জানা গেছে। দলের শৃঙ্খলা পরিপন্থীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্তকারীদল অত্যন্ত গোপনীতার সাথে মাঠে নেমে তদন্ত করছে বলে সূত্রটি জানিয়েছে।
অন্যদিকে দিঘলিয়া উপজেলায় গত একবছরে বিএনপির কিছু নেতা-কর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েছে দলটি। যা বিভিন্ন সামাজিক গণ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন পোর্টালে ও সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।এদিক এসকল ঘটনা জন্ম দিয়েছে নানা ঘটনা প্রবাহের। দলের ভিতরে ঢ়ুকে পড়েছে কিছু সুযোগ সন্ধানী। এদের কারণে দলের ত্যাগী নেতা-কর্মীরা প্রচন্ড রকম ক্ষুব্ধ। যার কারণে ক্রমশঃ বিভেদ বেড়েই চলেছে। এসব কারণে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যেকোন মূহুর্তে সংঘর্ষের রূপ ধারণ করতে পারে বলে সাধারণ মানুষ ও আইন প্রয়োগকারী সংস্থা আশঙ্কা করছেন।
দিঘলিয়া উপজেলায় বিএনপির এটি সর্বপ্রথম যে, দলীয় অভ্যন্তরীন কোন্দলে উপজেলা প্রশাসনকে ১৪৪ ধারা আইন জারি করতে হয়েছে। যা দলের উর্ধতন নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, উপজেলা প্রশাসন কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত বলবৎ ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দিঘলিয়া উপজেলার পথের বাজারে গণ সংযোগ ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচি ছিল। অপরদিকে একই স্থানে জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপি'র নির্ধারিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থাকায় উপজেলা প্রশাসন জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেন।