‘তরুণরা যে সুযোগ গড়ে দিয়েছে তা কাজে লাগাতে হবে’

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
‘তরুণরা যে সুযোগ গড়ে দিয়েছে তা কাজে লাগাতে হবে’

শুক্রবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে  যোগ দিয়ে বললেন, ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।

জোনায়েদ সাকি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিশন প্রয়োজন। যেখানে সরকারি, বিরোধী দল থাকবে। সবক্ষেত্রেই ক্ষমতার ভারসম্য আনতে হবে।

৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে।


আপনার জেলার সংবাদ পড়তে