দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৫ পিএম
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এর মধ্যে ১৬ জন টেটাবিদ্ধ। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরোজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মসজিদের ফান্ডসহ নানা সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস ও থানা পুলিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও বিরোধ থেকেই যায়।

সোমবার সকালে খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে গোলাপ মিয়ার মেয়ে জামাইয়ের সঙ্গে আকবর মিয়ার ছোট ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। দুইপক্ষ দেশীয় অস্ত্র, টেটা ও ঢাল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতরা হলেন: সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২), কাসেম (৩৫) ও আরও অনেকে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, টেটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে