ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থন চান জামায়াত আমির

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ এএম
ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থন চান জামায়াত আমির

শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য   জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বললেন, ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায়, যেখানে ধনী-গরিবের ভারসাম্য থাকবে। রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।

জামায়েত আমির আরও যোগ করে বলেন, গত ১৬ বছরে এদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। শিক্ষার পরিবর্তন দিয়েই এদেশ গড়ে তোলা হবে। তরুণরা সার্টিফিকেটের সঙ্গে চাকরি নিয়ে বের হবেন এবং ওই জেনারেশনের হাতেই তুলে দেয়া হবে দেশ।

আওয়ামী লীগের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও দেশে চলেছে হাহাকার। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। মানুষ আগুন দিয়ে পেট ভরছে।

তিনি আরও বলেন, মানুষ কল্পনাও করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিবাদী রেজিম শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা দেখিয়ে দিয়েছে।

জামায়েত আমির বলেন, স্বৈরাচার চলে গেলেও চাঁদাবাজ, দখলদার ও জুলুমমুক্ত হয়নি দেশ। শহীদদের রক্তের প্রতি বেঈমানি করা যাবে না। চাঁদাবাজ-দখলদার হওয়া যাবে না। এটা যারা করবেন তারা ঘৃণিত হবেন।


আপনার জেলার সংবাদ পড়তে