চন্দনাইশে অস্ত্রসহ পাহাড়ি ৬ সন্ত্রাসী আটক

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৩ পিএম
চন্দনাইশে অস্ত্রসহ পাহাড়ি ৬ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে ৬জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার সকালে গুল্ল্যাছড়িস্থ হাইম্মারা এলাকায় লেবু বাগান থেকে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। জানাযায় জোয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন ফকিরের লেবু বাগানে কয়েকজন শ্রমিক কাজ করছিল এ সময় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে শ্রমিক জসিম উদ্দিন স্থানীয় লোকজন এবং সেনা বাহিনীকে খবর দিলে সবাই গিয়ে ধাওয়া করে ৬জন পাহাড়ি সন্ত্রাসী বান্দরবন জেলার চিনি দুলা পাড়া গ্রামের, মং চানু মারমা(৩৮),মনু চিং মারমা(৪০) লুফুস মারমা (৩৬) লুসাই মং মারমা(৩০) চা চিংপ্রু মারমা(৩৮) ও চায় সাউ মারমা (৪০)কে ধরে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধার করা হয় একটি বন্দুক,কিরিচ ও কিছু  পাউডার । পরে চন্দনাইশ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। চন্দনাইশ সেন্া ১২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন আরেফ আসমান জয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য যে প্রায় সময় এসব পাহাড়ি সন্ত্রাসীরা চন্দনাইশে পাহাড়ে পেয়ারা,লেবু ও কাঠাল বাগানের মালিক কিংবা শ্রমিকওে ধরে নিয়ে যায় এবং লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাই নয় মারধর ও করে থাকেন এ সব সন্ত্রাসীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে