রাজশাহীর তানোরে শিবনদীর ধারে মাছ মারতে গিয়ে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের ওই ব্যক্তির নাম সাগর হোসেন (৪৮)। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাড়িয়া গ্রামে এই মর্মান্তিক মূত্যুর ঘটনা ঘটে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাড়িয়া গ্রামের মৃত ওসমান মোল্লার পুত্র সাগর হোসেন দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মাড়িয়া গ্রামের পূর্বদিকে শিবনদীর ধারে মাছ ধরতে গেলে আবারও তাঁর হঠাৎ মৃগীরোগ দেখা দেয়। এক পর্যায়ে বিলের পানিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের মাছ ধরার লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা করে লাশ দফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওসি। ই/তা