গজারিয়ায় সচেতনতামূলক সভা ও বাইসাইকেল বিতরণ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ পিএম
গজারিয়ায় সচেতনতামূলক সভা ও বাইসাইকেল  বিতরণ

সকালে ভূমি অফিস পরিদর্শন গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন মেয়েদের জন্য কমনরুম  উদ্বোধন বৃক্ষরোপণ করেন গজারিয়া উপজেলা চত্বরে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে সামাজিক যোগাযোগ মাধ্যেেমর যথাযথ  ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা মূলক সভা ও বাইসাইকেল বিতরণ করেন  উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা,  গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ,  উপজেলা প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন।

সচেতনতামূলক সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। আলহাজ্ব মুজিবুর রহমান সভাপতি গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয় সভায় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সাংবাদিক ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজ সোমবার (২২ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ  অডিটরিয়ামে ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

আপনার জেলার সংবাদ পড়তে