বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরে আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ ও উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মাহফুজুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), মোঃ নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রাফিউল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন। শেষে অতিথিবৃন্দ আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পরিদর্শন করেন।