চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের মহসিন আলমের ছেলে মাহবুব হোসেন (১৮)।  গত রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের চাটমোহর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব ও তার ছোট বোন মরিয়ম (৪) গুরুতর আহত হন। মাহবুব ছোট বোনকে নিয়ে চাটমোহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।  পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে এই দুর্ঘটনা ঘটে। আহত ভাই-বোনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  মাহবুবের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে