টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে আহতরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে রয়েছেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৮) এবং স্থানীয় হার্ডওয়্যার দোকানদার আল-আমিন বাবু (২২)।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ গুদামে বড় ধরনের বিস্ফোরণ হয়। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়েই কাজ করছিলেন, কিন্তু পরবর্তী বিস্ফোরণে তাঁরাই গুরুতর দগ্ধ হন।

আপনার জেলার সংবাদ পড়তে