প্রতীক নিয়ে অনড় অবস্থান

নির্বাচনে এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
নির্বাচনে এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা দেখছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁদের পরিচালিত জরিপ অনুযায়ী এনসিপি এ আসনগুলোতে জয়ী হওয়ার অবস্থানে রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি, আলেম সমাজের প্রতিনিধি, ছাত্র আন্দোলনের সমর্থক আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা যারা জনগণের ওপর গুলি চালাননি—এমন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপির প্রার্থিতা পাবেন। তিনি দাবি করেন, বিএনপি একসময় ৫০ থেকে ১০০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রাখলেও এখন সেই সংখ্যা আরও কমে গেছে।

এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, দলটি শাপলা প্রতীক থেকে কোনোভাবেই সরে আসবে না। লাল শাপলা বা সাদা শাপলা—এই তিনটির যেকোনো একটি প্রতীক দলকে দিতে হবে। প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমেও এই দাবি আদায় করা হবে বলে সতর্ক করেন তিনি।

ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে জানিয়ে পাটওয়ারী আশা প্রকাশ করেন, কমিশন তাঁদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং দাবি করা প্রতীকও বরাদ্দ দেবে। তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি কোনো জোটে যাচ্ছে না, বিএনপি কিংবা জামায়াতের সঙ্গেও সমন্বয় করবে না।

তিনি আরও জানান, তরুণদের নেতৃত্বে বৃহত্তর এক অ্যালায়েন্স গঠনের কাজ চলছে। আগামীর নির্বাচন হবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে, একই সঙ্গে আলেম, নারী ও সাধারণ মানুষের পক্ষে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা—এ নিয়ে আবারও সংশয় প্রকাশ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে