বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৫ উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ সময় উপজেলার ১৫২টি দূর্গামন্দিরের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়াদী নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এফ এম ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, চিতলমারী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্ষিয়ান বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শেখ ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এ্যাড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক নিয়ামত আলী খান, এনসিপি নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, বিভিন্ন মন্দির থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও আনসার ভিডিপি কর্মকর্তা এ সময় বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।