সেনবাগে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
সেনবাগে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেদারল্যান্ডস শাখার অর্থায়নে ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ উদ্যোগে নোয়াখালীর সেনবাগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজার সংলগ্ন হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এক্সএমজি মিউজিক গ্রুপের’লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান। এসময় স্থানীয় সমাজসেবক ফয়জুল ইসলাম সবুজ ,মোঃ ইসমাঈল,আবু সুফিয়ান লিটন ও মোহাম্মদ রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।‘

এক্সএমজি মিউজিক গ্রুপের’লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুবসমাজের বেকারত্ব দূরীকরণ,গরীব ও অসহায় মানুষের পাশে থাকা,সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও আর্থিক সহায়তা বিতরণ,হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ভবিষ্যতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমই ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ মূল লক্ষ্য।

আপনার জেলার সংবাদ পড়তে