চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসকিন সজিব (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের পুকুরে এই ঘটনা ঘটে। মৃত সজিব গোমস্তাপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা মিঠুন আলীর ছেলে। তিনি গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে ওই মাদ্রাসার ৮-১০ জন ছাত্র পাশের একটি কলেজ পুকুরে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে পানিতে সে ডুবে যায়। পরে সহপাঠিরা তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে উপরে নিয়ে আনেন। উদ্ধারের পর শিক্ষকরা তাকে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।