১০৯ বরগুনা-২ --পাথরঘাটা-বামনা - বেতাগী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি এমএসসি ইউএনবিএম (অব:) সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কর্নেল হারুনুর রশিদ খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি আশাবাদী এতদাঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।
মতবিনিময়ে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক রেজাউল ইসলাম টিটু প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।
উল্লেখ্য, কর্নেল (অব.) হারুনুর রশীদ খান, মরহুম ব্যারিষ্টার আলহাজ্ব আব্দুর রশীদ খানের পুত্র, বরগুনার বেতাগী উপজিলার হোসনাবাদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন জাতীয় সেবা, শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত থেকে তিনি সততা, শৃঙ্খলা ও মানুষের কল্যাণে অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছেন। তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। প্রতিরক্ষা বিজ্ঞান ও নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর (বিদেশ)। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি এবং জাতিসংঘ শান্তিরক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ। বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি ২৬ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে গৌরবময় সেবা- ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪ বছর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।