“তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে”- চাঁদপুর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এঁর ২১তম আসর শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপ সচিব),অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন,
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল হান্নান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম,গণধিকার পরিষদের রাসেল, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশ, রিফাইসহ বিভিন্ন উপজেলার ইউএনওগণ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।
ফরিদগঞ্জের পক্ষে তরিকুল গোল দুটি করেন।অপরদিকে মতলব দক্ষিণ উপজেলা দলের পক্ষে গোল করেন সোহেল রানা। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন ফরিদগঞ্জের তরিকুল।
বৃষ্টি ভেজা মাঠে প্রচুর দর্শক এবং ক্রীড়া কর্মকর্তাগণ উপস্থিত থেকে ২১ তম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ফুটবল ম্যাচ উপভোগ করেন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার হাইমচর উপজেলার মুখোমুখি হবে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।