পিরোজপুর জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে জিয়ানগরে আনন্দ মিছিল

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৩ পিএম
পিরোজপুর জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে জিয়ানগরে আনন্দ মিছিল

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে জিয়ানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জিয়ানগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের হয়। নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম শহিদ।

মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিয়ানগর পুরাতন খেয়াঘাটে এক সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন, সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ খান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, বালিপাড়া ইউনিয়ন যুবদলের নেতা রেজাউল ইসলাম প্রমুখ।

এর আগে গতকাল (২১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা বিএনপির চার সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নেও বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে