নোংরা চিরুনি ব্যবহার করলে কী সমস্যা হয়?

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩০ এএম
নোংরা চিরুনি ব্যবহার করলে কী সমস্যা হয়?

নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে চুলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অনেকেই আছেন নিয়মিত চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন কিন্তু চুল আঁচড়ানোর সময়ে নোংরা চিরুনি ব্যবহার করেন। এই নোংরা চিরুনি ব্যবহারের ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়, চুলের উজ্জ্বলতা কমে যায়। আসুন জেনে নেওয়া যাক নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে কী কী সমস্যা হতে পারে-


১. চুল নির্জীব হয়ে যায়

নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে চুলের প্রাকৃতিক তেল ও ময়লা আবার চুলে ফিরে আসে। ফলে চুল নিস্তেজ হয়ে পড়ে।


২. চুল পড়তে শুরু করে

নোংরা চিরুনিতে জমে থাকে ময়লা এবং মরা কোষ। যখন নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়, তখন এই ময়লা ও মরা কোষগুলো চুলের গোড়ায় গিয়ে আটকে যায়, ফলে চুল পড়া শুরু করে।


৩. চুলে জট বাঁধিয়ে দেয়

নোংরা চিরুনিতে চুল আঁচড়ানো হলে চুলে আঠালো ভাব তৈরি হয়। এতে চুলে সহজে জট পাকিয়ে গিয়ে চুল ভাঙতে শুরু করে।


৪. খুশকি বাড়িয়ে তোলে

নোংরা চিরুনিতে জমে থাকা ময়লা এবং মরা কোষ মাথায় ছড়িয়ে পড়ে। যার ফলে খুশকি দ্রুত বাড়তে থাকে। এছাড়া মাথায় চুলকানি হতে পারে।


৫. চুলের স্বাস্থ্য নষ্ট হওয়া

চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করলেও নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে চুলে আবার ময়লা ফিরে আসে। ফলে চুলের প্রাকৃতিক তেল পুরো চুলে ছড়াতে পারে না। এছাড়া নোংরা চিরুনি ব্যবহারে ময়লা ও তেল চুলে লেগে গিয়ে চুলের স্বাস্থ্য খারাপ করে দেয়।


৬. চুলে দুর্গন্ধ সৃষ্টি করে

নোংরা চিরুনিতে জমে থাকা ময়লা ও তেল চুলে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে।


৭. নতুন চুলের জন্ম বাধাগ্রস্ত হওয়া

নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকের ফলিকলে ময়লা ও মরা কোষ জমা হয়, যা নতুন চুল গজাতে বাধা দেয়।


যেভাবে নোংরা চিরুনি পরিষ্কার করবেন

১. শ্যাম্পু দিয়ে নোংরা চিরুনি পরিষ্কার করতে পারেন। এক মগ পানিতে শ্যাম্পু মিশিয়ে নিন। এর মধ্যে চিরুনিগুলো ডুবিয়ে রাখুন। ১ ঘণ্টা পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললেই চিরুনি পরিষ্কার হয়ে যাবে।


২. সরু দাঁতের নোংরা চিরুনি পরিষ্কার করতে পুরোনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন। প্রথমে এক মগ পানিতে শ্যাম্পু মিশিয়ে নোংরা চিরুনিকে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে এরপর টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। এতে চিরুনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে।


৩. টিস্যু পেপার ভিনেগার দিয়ে চিরুনি পরিষ্কার করতে পারেন। টিস্যু পেপার ভিনেগারে ভিজিয়ে চিরুনি উপর-নিচে ঘষে ধুয়ে ফেলুন। এতে চিরুনিতে আটকে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে