নালিতাবাড়ীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম
নালিতাবাড়ীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীর মালিঝি নদী থেকে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত মধ্য বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সধঙ্গে ভেসে আসা এক অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যার্থ হয়। এদিকে, লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ওই লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। একইসাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে