গফরগাঁওয়ে ২৫ বিএনপির নেতাকর্মী জামায়াতে যোগদান

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম
গফরগাঁওয়ে ২৫ বিএনপির নেতাকর্মী জামায়াতে যোগদান

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ২৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আটটার লাজিম সরকার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া ও চৌকা গ্রামে সাবেক সেনা সদস্য দুলাল মিয়া, আবুল কালাম, শাহজাহান, আবু  তাহের ও  কালামসহ বিএনপির ২৫ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ছানাউল্লাহ।

দলীয় সূত্র জানা গেছে, এই ২৫ জন বিএনপির নেতাকর্মীকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

এ বিষয়ে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে দলের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে।

তারই ধারাবাহিকতায় তাদের মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা আগ্রহ প্রকাশ করে দলের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম সহ উপজেলা ও পাগলা জামায়াতের নেতৃবৃন্দ এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াতের নেতৃবৃন্দ এ সময় দলের নতুন যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে দলকে সুসংগঠিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে