ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ২৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আটটার লাজিম সরকার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া ও চৌকা গ্রামে সাবেক সেনা সদস্য দুলাল মিয়া, আবুল কালাম, শাহজাহান, আবু তাহের ও কালামসহ বিএনপির ২৫ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ছানাউল্লাহ।
দলীয় সূত্র জানা গেছে, এই ২৫ জন বিএনপির নেতাকর্মীকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
এ বিষয়ে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে দলের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে।
তারই ধারাবাহিকতায় তাদের মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা আগ্রহ প্রকাশ করে দলের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম সহ উপজেলা ও পাগলা জামায়াতের নেতৃবৃন্দ এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াতের নেতৃবৃন্দ এ সময় দলের নতুন যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে দলকে সুসংগঠিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।